শ্লীলতাহানির প্রতিবাদ করায় ট্রেন থেকে ফেলে দেওয়া হল যুবককে

শ্লীলতাহানির প্রতিবাদ করায় ট্রেন থেকে ফেলে দেওয়া হল যুবককে

শ্লীলতাহানির প্রতিবাদ করায় ট্রেন থেকে ফেলে দেওয়া হল যুবককেশ্লীলতাহানির প্রতিবাদ করায় ছেরুথুর্তিতে চলন্ত ট্রেন থেকে ২৮ বছরের এক যুবককে ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার পুলিস সূত্রে এই খবর পাওয়া গেছে।

মালাবার এক্সপ্রেসে একটি কামড়ায় কিছু দুষ্কৃতী এক সহযাত্রী মহিলার শ্লীলতাহানি করায় প্রতিবাদ করেন ওই যুবক। তার পরেই দুষ্কৃতীরা চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় ওই যুবককে। বুধবার সকালে অচৈতন্য অবস্থায় রেল লাইনের উপর ছেলেটিকে উদ্ধার করেন স্থানীয় মানুষ। সেখান থেকে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রের খবর ছেলেটির অবস্থা আশঙ্কাজনক।

ঘটনায় এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।

First Published: Thursday, April 4, 2013, 20:04


comments powered by Disqus