Last Updated: August 11, 2013 14:01

নিজের রূপ নিয়ে সবারই বোধ হয় কিছু না কিছু খুঁতখুঁতানি থেকেই যায়। আমার চোখ অমুকের মত, চুল তমুকের মত কেন হল না তা নিয়ে বেশির ভাগ মানুষই জীবনের বেশ খানিকটা সময় কাটিয়ে দেয়। বিশ্ব জুড়ে দিন দিন বেড়ে চলা বিউটি স্যাঁলোর সংখ্যাই মানুষের রূপ সচেতনতার প্রবণতার পরিচয়। কিন্তু কোনও মানুষ যদি নিজের চেহারার থেকে অন্য পশুর চেহারার প্রতি মাত্রারিক্ত আসক্ত হয়? তাহলে তার ফলাফল যে কী হতে পারে তার জ্যান্ত প্রমাণ পাওয়া গেল ব্রাজিলে। কুকুরের চেহারার প্রতি অসম্ভব প্রীতির জেরে অপরেশন করে নিজেকে মানুষ-কুকুরে পরিণত করলেন ব্রাজিলের এক যুবক। খামখেয়ালিপনার অন্য নজির সৃষ্টি করলেন তিনি।
ব্রাজিলের ওই যুবক ঠিক কত টাকার বিনিময়ে নিজের মুখের উপর কুকুরের মুখ ট্র্যান্সপ্লান্ট করাতে ডাক্তারদের রাজি করিয়েছেন সে কথা এখনও অজানা।
একটি মৃত কুকুরের সংরক্ষিত মুখের কান, নাক, ঠোঁট, ভ্রূ প্লাস্টিক সার্জারি করে ট্র্যান্সপ্লান্ট করা হয়েছে যুবকটির মুখ মণ্ডলে।
ব্রাজিলের এই কুকুর-মানুষ বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছেন।
First Published: Sunday, August 11, 2013, 14:01