ভায়গ্রার অতিরিক্ত সেবনের ফলে পুরুষাঙ্গ বাদ গেল কলম্বিয়ান চাষির

ভায়গ্রার অতিরিক্ত সেবনের ফলে পুরুষাঙ্গ বাদ গেল কলম্বিয়ান চাষির

ভায়গ্রার অতিরিক্ত সেবনের ফলে পুরুষাঙ্গ বাদ গেল কলম্বিয়ান চাষির  ফের ভায়গ্রার ক্ষতিকারক প্রভাবের শিকার হলেন এক ব্যক্তি। ভায়গ্রার অতিরিক্ত ডোস নেওয়ার ফলে এক কলম্বিয়ান চাষির পুরুষাঙ্গ কেটে বাদ দিতে হল। ৬৬ বছরের ওই চাষী ভায়গ্রা সেবনের পর থেকেই পুরুষাঙ্গে অসহ্য ব্যাথা শুরু হয় ওই ব্যক্তির।

পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তাররা দেখেন তাঁর পুরুষাঙ্গের গ্যাংরিন শুরু হয়ে গেছে। অবস্থা এতটাই সঙ্গীন ছিল ডাক্তাররা জানিয়েছেন পুরুষাং বাদ না দিলে বাঁচানো যেত না ওই চাষিকে।

হাসপাতাল থেকে ওই অঞ্চলের ভায়াগ্রা সেবনের বিরোধীতা করে সচেতনতা শিবির চালানো হচ্ছে।

First Published: Saturday, September 28, 2013, 11:28


comments powered by Disqus