মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের পরিবারকে মারধর দুষ্কৃতীর

মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের পরিবারকে মারধর দুষ্কৃতীর

মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের পরিবারকে মারধর দুষ্কৃতীর মূক ও বধির দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণেই থেমে থাকল না অভিযুক্ত। ঘটনা জানতে চাওয়ায় নিগৃহীতার পরিবারকে উল্টে মারধরও করল সে। ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ায়। অভিযুক্তের নামে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবার। অভিযুক্ত পলাতক।

উত্তরদিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া। গত সোমবার বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে বছর বারোর ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সীতারাম রায় নামে এক যুবক। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনা জানতে অভিযুক্তের বাড়িতে যায় নির্যাতিতার পরিবার। অভিযুক্ত সীতারাম রায় ও তার বাবা নির্যাতিতার পরিজনদের মারধর করে বলে অভিযোগ।

গোটা ঘটনায় উদ্বিগ্ন জেলা শিশু কল্যাণ সমিতি। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে তারাও। থানায় অভিযোগ জানাতে গিয়ে আরও একদফা হেনস্থার মুখে পড়েন নির্যাতিতার পরিবার। সেখানে গিয়ে তারা জানতে পারেন পুলিসের খাতায় আগেই নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে মারধর ও আক্রমণের অভিযোগ দায়ের করে রেখেছে অভিযুক্ত সীতারাম রায়। নির্যাতিতার পরিবারের থেকে গোটা ঘটনা শোনার পর ধর্ষণের অভিযোগ নেয় পুলিস।

First Published: Wednesday, April 9, 2014, 22:24


comments powered by Disqus