বড়ম্যাচে জয় পেল ম্যান ইউ

বড়ম্যাচে জয় পেল ম্যান ইউ

বড়ম্যাচে জয় পেল ম্যান ইউইংলিশ প্রিমিয়ার লিগের বড়ম্যাচে জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দিল অ্যালেক্স ফার্গুসনের দল।

দ্বিতীয়ার্ধে ম্যান ইউয়ের হয়ে ২টি গোলই করেন ওয়েন রুনির। খেলার ৮০ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান কমান লুই সুয়ারেজ। এই জয়ের ফলে ম্যান সিটিকে টপকে লিগ তালিকার শীর্ষে চলে এল ম্যান ইউ। যদিও রুনিদের থেকে একটি ম্যাচ কম খেলেছে ম্যান সিটি।

First Published: Saturday, February 11, 2012, 22:48


comments powered by Disqus