বিড়াল হত্যার দায় হাজতবাস

বিড়াল হত্যার দায় হাজতবাস

Tag:  Cat Jail Bhawanipur
বিড়াল হত্যার দায় হাজতবাসবিড়াল হত্যার দায়ে শ্রীঘরে যেতে হল এক ব্যক্তিকে। ধৃতের নাম সন্তোষ গুরুং। গত তেরোই অগাস্ট সন্তোষ গুরুংয়ের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। হরিশ মুখার্জি রোডে বিড়ালটিকে হত্যা করেন সন্তোষ গুরুং।

এমনই অভিযোগ করেছেন অভিযোগকারী মহিলা। অবলা জীবকে হত্যার অভিযোগে ধৃতের বিরুদ্ধে ৪২৮ ধারায় মামলা রুজু করে পুলিস। ধৃতকে আজ আদালতে তোলা হয়। পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।

First Published: Friday, August 30, 2013, 19:37


comments powered by Disqus