Last Updated: August 30, 2013 19:37

বিড়াল হত্যার দায়ে শ্রীঘরে যেতে হল এক ব্যক্তিকে। ধৃতের নাম সন্তোষ গুরুং। গত তেরোই অগাস্ট সন্তোষ গুরুংয়ের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। হরিশ মুখার্জি রোডে বিড়ালটিকে হত্যা করেন সন্তোষ গুরুং।
এমনই অভিযোগ করেছেন অভিযোগকারী মহিলা। অবলা জীবকে হত্যার অভিযোগে ধৃতের বিরুদ্ধে ৪২৮ ধারায় মামলা রুজু করে পুলিস। ধৃতকে আজ আদালতে তোলা হয়। পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।
First Published: Friday, August 30, 2013, 19:37