Last Updated: April 7, 2014 18:55

লড়ব না, লড়ব না করেও লড়ছেন। সামনে বিশাল বড় একটা পাহাড়। সেলেব পাহাড়, দলের অন্দর থেকে আসা চাপের পাহাড়। সবংয়ের বিধায়ক এখন দেবের প্রতিদ্বন্দ্বী।পূর্ব মেদিনীপুরে ভেসে যাওয়া কংগ্রেসের একমাত্র মাঝি তিনি।
কেন্দ্র-ঘাটাল
পদ-রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি
কোথায় শক্তি-এলাকায় অসম্ভব জনপ্রিয়, দল ছাপিয়ে নিজের একটা আলাদা ভাবমূর্তি তৈরি করতে পেরেছেন
কোথায় খামতি- প্রচারে অনেক পিছিয়ে জেলাতেও তিনি ছাড়া আর কোনও বড় নেতা নেই। নিচের তলায় কর্মীর অভাব, অনেক দেরিতে প্রচারে নেমেছেন।
First Published: Monday, April 7, 2014, 18:55