Last Updated: March 26, 2014 09:29

ম্যানচেস্টার সিটি (৩) ম্যানচেস্টার সিটি (০)
ম্যানচেস্টার ডার্বিতে ডেভিস মোয়েসকে কাঁদিয়ে ছাড়লেন ম্যানুয়েল পেলেগ্রিনি। মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করে ম্যাচের নায়ক বসনিয়ার এডিন জেকো।
এই জয়ের ফলে ইপিএলে পয়েন্ট তালিকায় দু নম্বরে উঠে এল ম্যান সিটি (২৯ ম্যাচে ৬৬)। শীর্ষে থাকা চেলসির চেয়ে তিন পয়েন্ট কম। তবে পেলেগ্রিনির দল মরিনহোর চেলসির চেয়ে দু ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, ইপিএলের ইতিহাসে সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (৩১ ম্যাচে ৫১) সাত নম্বরেই থেকে গেল।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই গোল করেন জেকো। শুরুতে গোল খেয়ে দমে যায় মোয়েসের দল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে ডেকোর গোল ম্যাচের ভাগ্যলিখন স্পষ্ট করে দেয়। খেলার একেবারে শেষে সিটির হয়ে তিন নম্বর গোলটি করেন ইয়াইয়া টোরে।
বসনিয়ায় টানা তিনবার বর্ষসেরা এডিন জেকো এদিন সিটিকে নতুন প্রাণ এনে দেন। ম্লান হয়ে যান রুনি।
First Published: Wednesday, March 26, 2014, 09:29