অ্যাস্টন ভিলাকে এক-শূন্য গোলে হারিয়ে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

অ্যাস্টন ভিলাকে এক-শূন্য গোলে হারিয়ে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

অ্যাস্টন ভিলাকে এক-শূন্য গোলে হারিয়ে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভিলা পার্কে অ্যাস্টন ভিলাকে এক-শূন্য গোলে হারিয়ে দেন রুনিরা। ম্যান ইউয়ের হয়ে জয়সূচক গোলটি করেন ফিল জোন্স। লিগ শীর্ষে থাকা ম্যান সিটির থেকে এখনও পাঁচ পয়েন্ট পিছিয়ে ম্যান ইউনাইটেড। জিতলেও,হার্নান্ডেজের গোড়ালির চোট চিন্তায় রাখবে কোচ ফার্গুসনকে। জয়ে ফিরল চেলসিও। ইপিএলের বড়ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে তিন-শূন্য গোলে হারিয়ে দিলেন দ্রোগবারা। পেনাল্টি নষ্ট করলেও, দ্রোগবার গোলেই এগিয়ে যায় চেলসি। খেলার শেষ পর্বে ব্যবধান বাড়ান সলোমান কালু আর ড্যানিয়েল স্টুরিজ।

First Published: Sunday, December 4, 2011, 19:04


comments powered by Disqus