Last Updated: January 13, 2013 22:02

ম্যান ইউ (২) লিভারপুল (১)
ব্রিটিশ ফুটবলের ঐতিহ্যের যুদ্ধে শেষ হাসি হাসলেন আলেক্স ফাগুর্সন। ওল্ড ট্র্যাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে ২-১ হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের লিগ টেবিলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আরও বেশ খানিকটা এগিয়ে গেল। প্রথমে নিজেদের মাঠে তারপর ঘরের মাঠে লিভারপুলকে হারিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলে এখন খুশির হাওয়া।
ম্যাচের ১৯ মিনিটের মাথায় ডাচ ফুটবল তারকা ফ্যান পার্সির গোলে এগিয়ে যায় ম্যান ইউ। যদিও এরপর ড্যানিয়েল স্টুরিজের গোলে সমতা ফেরায় লিভারপুল। তবে সার্বিয়ান নেমানজা ভিডিকের অসাধারণ ফ্রি কিকের সৌজন্যে লিভেরপুলের বিরুদ্ধে জয়ের ডবলটা করে ফেললেন ফার্গুসনের ছেলেরা।
লিগটেবিলে দু`নম্বর ম্যানচেস্টার সিটির থেকে এই মুহূর্তে ১০ পয়েন্টে এগিয়ে আছে ম্যান ইউ। তবে স্যার ফার্গি অবশ্য লিগ টেবিলে তাঁরা কত নম্বরে আছেন তা নিয়ে এখনই মোটেও ভাবতে নারাজ। তিনি নিজেই আজ জানিয়েছেন লিগ টেবিলে এক নম্বরে থাকার থকেও ১৬ ম্যাচ বাকি থাকতেই তাঁরা যে লিভারপুলের থেকে ২৪ পয়েন্টে এগিয়ে গেছেন, সে বিষয়টি তাঁকে বেশি স্বস্তি দিয়েছে।
First Published: Sunday, January 13, 2013, 22:02