রেনুকা সরকার হত্যায় পলাতক মূল অভিযুক্ত গ্রেফতার

রেনুকা সরকার হত্যায় পলাতক মূল অভিযুক্ত গ্রেফতার

রেনুকা সরকার হত্যায় পলাতক মূল অভিযুক্ত গ্রেফতার শান্তিনিকেতনে রেণুকা সরকার হত্যায় অভিযুক্ত পলাতক আসামি মঙ্গল সাহানিকে গ্রেফতার করল পুলিস। তাকে চেন্নাই থেকে গ্রেফতার করেছেন রাজ্য পুলিসের গোয়েন্দারা। 

গত ১৪ জানুয়ারি শান্তিনিকেতনের বাগানপাড়ায় নিজের বাড়িতেই খুন হন রেণুকা সরকার। রক্তাক্ত অবস্থায় বাড়ির মধ্যেই মেলে তাঁর দেহ। ঘটনায় বাড়ির কেয়ারটেকারকে জেরা করে পুলিস জানতে পারে মঙ্গল সাহানিকে সঙ্গে নিয়ে রেণুকা দেবীকে খুন করেছে সে। তখনই গ্রেফতার করা হয় দুজনকেই। আদালত ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয়।

এরপর অসুস্থতার কারণে মঙ্গল সাহানিকে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১৬ অক্টোবর হাসপাতাল থেকেই উধাও হয়ে যায় সে। দু`মাস পর চেন্নাই থেকে মঙ্গল সাহানিকে ফের গ্রেফতার করলেন গোয়েন্দারা।    

First Published: Sunday, December 16, 2012, 11:04


comments powered by Disqus