পৃথিবীর কক্ষপথ ছেড়ে মঙ্গলের উদ্দেশে পাড়ি দিল ইসরোর মঙ্গল যান

পৃথিবীর কক্ষপথ ছেড়ে মঙ্গলের উদ্দেশে পাড়ি দিল ইসরোর মঙ্গল যান


পৃথিবীর কক্ষপথ ছেড়ে মঙ্গলের উদ্দেশে পাড়ি দিল ইসরোর মঙ্গল যান। গত পাঁচই নভেম্বর শ্রীহরিকোটা থেকে এই যাত্রা শুরু হয়েছিল। গত কাল মধ্যরাতে পৃথিবীর কক্ষ পথ ছেড়ে মহাকাশে সফর শুরু করেছে মঙ্গলযান। ইসরো সূত্রে জানানো হয়েছে, সফল ভাবেই ভারতীয় মহাকাশযানটিকে মঙ্গলের পথে পাঠানো গিয়েছে। লক্ষ্যে পৌঁছতে পঁচাত্তর কোটি কিলোমিটার পথ যেতে হবে এই মহাকাশ যানটিকে। এই পথ পরিক্রমা করার জন্য মঙ্গলযানটিকে প্রতিদিন ২৫ লক্ষ কিলোমিটার পথ যেতে হবে।

বেঙ্গালুরুর ভারতের স্পেস রিসার্চ ওর্গানাইজেশনের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, "এখন আগামী ১০ মাস ধরে মহাকাশযানটিকে মঙ্গলের পথে ঘুরবে।"

First Published: Sunday, December 1, 2013, 14:56


comments powered by Disqus