মোদীর নামে নিজের নতুন প্রজাতির আমের নামকরণ করলেন উত্তরপ্রদেশের কৃষক

মোদীর নামে নিজের নতুন প্রজাতির আমের নামকরণ করলেন উত্তরপ্রদেশের কৃষক

মোদীর নামে নিজের নতুন প্রজাতির আমের নামকরণ করলেন উত্তরপ্রদেশের কৃষকচা, পোশাকের পর এবার আম। নরেন্দ্র মোদীর নামে নিজের প্রস্তুত করা নতুন হাইব্রিড আমের নাম দিলেন উত্তর প্রদেশের এক আম চাষী। পদ্মশ্রী হাজি কালিমুল্লাহর নতুন হাউব্রিড আমের নাম `নমো আম।`

নতুন প্রজাতি আমকে তার সৌন্দর্যের জন্য বলা হয় হুসন-এ-আরা। স্বাদের জন্য এই আমকে রাখা হয়েছে দসেরা প্রজাতিতে। কলিমুল্লাহ বলেন, দেশের আগামী প্রধানমন্ত্রীকে সম্মান ও স্বাগত জানাতে এই আমের নাম রাখা হয়েছে `নমো আম।`

দেখা যাক অ্যালফান্সো, হিমসাগর, ল্যাংড় আমের লড়াই পেরিয়ে দেশে কতটা জনপ্রিয় হয় এই নমো আম।

First Published: Saturday, May 24, 2014, 18:07


comments powered by Disqus