Last Updated: July 15, 2013 19:41

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মঙ্গলকোটের নপাড়ায় নিহত হলেন এক তৃণমূল কর্মী। নিহত তৃণমূল কর্মী শাহজাদা মল্লিক। নির্দল হয়ে দাঁড়ানো স্থানীয় এক তৃণমূল নেতার অনুগামীদের সঙ্গে আজ সকালে সংঘর্ষ হয় তৃণমূল প্রার্থীর সমর্থকদের। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলকোটের ভাটপাড়াও। সংঘর্ষে গুলি চলে বলেও অভিযোগ।
তৃণমূলের বিরুদ্ধে বুথের ভেতর ঢুকে ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে বর্ধমানের বিরুটিকুড়ির বেলকাস গ্রামপঞ্চায়েতে। অভিযোগ, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই হামলা হয়েছে। হামলার অভিযোগ এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রার্থী সুকুমার ঘোষের দলবলের বিরুদ্ধে। তাঁদের লক্ষ্য ছিলেন নির্দল হয়ে দাঁড়ানো বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ ঘোষের সমর্থকেরা। বুথের ভিতর ঢুকে লাইনে দাঁড়ানো ভোটারদের তারা মারধর করতে শুরু করে।
(প্রতিবেদনে ব্যবহার করা ছবিটি জামুরিয়ার।)
First Published: Monday, July 15, 2013, 23:57