Last Updated: October 29, 2011 19:29

লবণাক্ত হতে শুরু করেছে গঙ্গার জল। বিশ্ব উষ্ণায়নের থাবা পড়ছে কলকাতার বুকেও। শহর লাগোয়া গঙ্গার দুই পাড়ে ক্রমশ বাড়ছে ম্যানগ্রোভের সংখ্যা, যে ম্যানগ্রোভ একান্তভাবেই নোনাজলের উদ্ভিদ। আর এখানেই অশনি সঙ্কেত দেখছেন পরিবেশবিদরা। তাঁদের মতে, ভবিষ্যতে বড় বিপদ ধেয়ে আসছে কলকাতার দিকে। তারই অঙ্কুর দেখা দিচ্ছে এই ম্যানগ্রোভে।
First Published: Saturday, October 29, 2011, 19:29