উষ্ণায়নের থাবা, গঙ্গায় ম্যানগ্রোভ, Mangrove in Ganges, effect of global warming

উষ্ণায়নের থাবা, গঙ্গায় ম্যানগ্রোভ

উষ্ণায়নের থাবা, গঙ্গায় ম্যানগ্রোভলবণাক্ত হতে শুরু করেছে গঙ্গার জল। বিশ্ব উষ্ণায়নের থাবা পড়ছে কলকাতার বুকেও। শহর লাগোয়া গঙ্গার দুই পাড়ে ক্রমশ বাড়ছে ম্যানগ্রোভের সংখ্যা, যে ম্যানগ্রোভ একান্তভাবেই নোনাজলের উদ্ভিদ। আর এখানেই অশনি সঙ্কেত দেখছেন পরিবেশবিদরা। তাঁদের মতে, ভবিষ্যতে বড় বিপদ ধেয়ে আসছে কলকাতার দিকে। তারই অঙ্কুর দেখা দিচ্ছে এই ম্যানগ্রোভে।

First Published: Saturday, October 29, 2011, 19:29


comments powered by Disqus