manik takes on 24 ghanta

মুখরক্ষায় নেমে মূল প্রশ্ন এড়ালেন পর্ষদ সভাপতি

চব্বিশ ঘণ্টায় টেট কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়েছে। প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল বিক্ষোভ। তদন্ত এড়াতে মরিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন মুখরক্ষার পথ খুঁজছে। চাপের মুখে পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি জানালেন , "অভিযোগ প্রমাণ হলে তিনি মুখ দেখাবেন না।" ২৪ ঘণ্টা একের পর এক প্রমাণ-সহ কেলেঙ্কারি তুলে ধরলেও পর্ষদ সভাপতি কিন্তু তার ধারকাছ দিয়ে হাঁটলেন না।

মন্ত্রীর পরিবারের একাধিক আত্মীয় টেটে উত্তীর্ণ হলে প্রাথমিক শিক্ষা পর্ষদের কী করার আছে। টেট কেলেঙ্কারি নিয়ে এমনই প্রতিক্রিয়া পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের।



First Published: Wednesday, January 29, 2014, 19:15


comments powered by Disqus