Last Updated: December 10, 2013 14:53

চার রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এল। বর্ষীয়ান কংগ্রেসনেতা মণিশঙ্কর আইয়ার সরাসরা কামান দাগলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে। ২০০৯ সালে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করাই কংগ্রেসের সবচেয়ে বড় ভুল।
মণিশঙ্কর দাবি করেছেন প্রথম থেকেই নাকি মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার বিষয়ে তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। কিন্তু তখন দলের নেতারা কেউই তাঁর কথার পাত্তা দেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। এর সঙ্গেই তিনি যোগ করেছেন কংগ্রেসের এই বিপর্যয় থেকে বেড়িয়ে আসার একমাত্র উপায় দলের গঠনগত খোলনলচে বদলে ফেলা। তাঁর মতে নিজেদেরকে আবার ফিরে কংগ্রেসের উচিৎ বিরোধী আসনে বসা।
First Published: Tuesday, December 10, 2013, 14:53