Last Updated: June 19, 2012 13:47

দেশের আর্থিক ঘাটতি কমাতে বেশকিছু দৃঢ় পদক্ষেপ নেবে সরকার। মেক্সিকোর কাবোসে জি ২০ সম্মেলনে একথা বলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, মন্দা মোকাবিলায় ভর্তুকির ক্ষেত্রেও রাশ টানা হবে। আর্থিক বিকাশের হার বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। ইউরোপের আর্থিক সংকটের প্রভাব তৃতীয় বিশ্বের দেশকেও প্রভাবিত করেছে বলে জানান প্রধানমন্ত্রী। মন্দার প্রভাবে বিশ্ব জুড়ে অস্বস্তি বাড়ছে, সেজন্য আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে, সরকার একগুচ্ছ বলিষ্ঠ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
First Published: Tuesday, June 19, 2012, 13:50