সন্ত্রাসবাদ প্রসঙ্গে ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসবাদ প্রসঙ্গে ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসবাদ প্রসঙ্গে ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী শুক্রবার ন্যাক সম্মেলন থেকে ফেরার পথে সন্ত্রাস ইস্যুতে ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যেসব সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে, তার বিরুদ্ধে যযাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সেবিষয়ে নির্ভরযোগ্য প্রমানের দাবী করলেন তিনি।   ইরান থেকে ফেরার পথে বিশেষ বিমানে এক সাংবাদিক সম্মেলেন ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইরানে ন্যাম সম্নেলনের ফাঁকে পাক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই বৈঠকে প্রধানমন্ত্রীকে পাক সফরের আমন্ত্রন জানান পাক প্রেসিডেন্ট জারদারি। কিন্তু শুক্রবারের সাংবাদিক সম্মেলনে উপযুক্ত পরিবেশ তৈরি না হলে পাক সফর সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

তেহেরান থেকে দেশে ফেরার পথে এই দিনের সাংবাদিক সম্মেলনে পাকিস্তানে মুম্বই কাণ্ডে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ইসলামাবাদ ছাব্বিশ এগারোর চক্রীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিলে, ভারত-পাক সম্পর্কের উন্নতি হবে বলে জানান তিনি।

সুপ্রিম কোর্ট ছাব্বিশ এগারোর একমাত্র জীবিত জঙ্গি আজমল কসাভের ফাঁসির আদেশ বহাল রেখেছে। ফলে এই ইস্যুতে দিল্লি যে ইসলামাবাদের ওপর চাপ বাড়াবে তা প্রত্যাশিতই ছিল। প্রধানমন্ত্রীর বক্তব্যে তারি প্রতিফলন পাওয়া গেল।
যে পাক জুডিশিয়াল কমিশন ২৬/১১ -র পরে ভারতে এসেছিল তার রিপোর্ট ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে রিপোর্ট খারিজ করে দিয়েছে রাওয়ালপিণ্ডির বিশেষ আদালত। ওই কমিশন মুম্বই কাণ্ডের তদন্তে
নিযুক্ত ছিল । ফের পাক জুডিশিয়াল কমিশনকে ভারতে আসার অনুমতি দেওয়া হবে কিনা, সেবিষয়ে চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। পাক বিদেশমন্ত্রকের আমন্ত্রণে আগামি সাতই সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী এস এম কৃষ্ণা। আটই সেপ্টেম্বর ইসালামাবাদে পাক বিদেশমন্ত্রী হীনা রব্বানি খানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। তবে তার আগে দুদেশের মধ্যে বিদেশসচিবস্তরের বৈঠক হবে। কূটনৈতিক মহলে অনুমান দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী পাক সফর নিয়ে সিদ্ধান্তের আগে সেদেশে সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী। তবে এই দফায় তিনি পাকিস্তানের বিরোধী দলগুলির সঙ্গেও বৈঠক করবেন।




First Published: Saturday, September 1, 2012, 09:28


comments powered by Disqus