Last Updated: August 31, 2012 08:55

বুধবার থেকে তেহেরানে শুরু হওয়া ন্যাম সম্মেলনে সিরিয়া প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী মনমোহন সিং । বৃহস্পতিবার সিরিয়া ইস্যুতে বাইরে থেকে হস্তক্ষেপের সম্ভাবনার কড়া বিরোধিতা করেন তিনি।
এই সম্মেলনে প্রথম দিন থেকেই ন্যাম গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সিরিয়া প্রসঙ্গে মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে । তেহরানে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে এই বিষয়ে গভীর উদ্বেগ ফুটে উঠল প্রধানমন্ত্রীর বক্তব্যেও। সিরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করলেন মনমোহন। এজন্য ন্যাম গোষ্ঠীভুক্ত দেশগুলিকে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। তবে এবারের ন্যাম সম্মেলনের প্রথম থেকে পিছু ছাড়ছিল না বিতর্ক।
ইন্দোনেশিয়া সম্মেলন থেকে বিরত রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার মিশরের প্রেসিডেন্ট মহামেদ মোরসি তাঁর বক্তব্যে সিরিয়ার বিদ্রোহীদের প্রতি নৈতিক সমর্থন জানান। খোলাখুলি ভাবেই সিরিয়ার বর্তমান সরকারকে সরাসরি অত্যাচারী বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে তেহরানের জোট নিরপেক্ষ সম্মেলন। মোরসির মন্তব্যের তীব্র প্রতিবাদ করে সম্মেলন থেকে ওয়াকআউট করেন সিরিয়ার প্রতিনিধিরা।
First Published: Friday, August 31, 2012, 09:00