Last Updated: November 10, 2011 18:03

যত দ্রুত সম্ভব তিস্তা জলবন্টন চুক্তি হবে। শুক্রবার মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আশ্বাসই দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার দুপুরে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়। সেই বৈঠকেই তিস্তা চুক্তির প্রসঙ্গ তোলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মনমোহন সিং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন, তিস্তা চুক্তি রূপায়ণের ব্যাপারে ভারতও আগ্রহী। দ্রুত যাতে এই চুক্তি সই হয় তার জন্য কাজও শুরু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি সই হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে সে চুক্তি সই হয়নি।
First Published: Friday, November 11, 2011, 23:01