Last Updated: April 26, 2014 14:07
গতকালই পঞ্জাবে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছেন মনমোহন ভ্রাতা দলজিৎ সিং। শণিবার প্রধানমন্ত্রীর আরেক ভাই মনবীর সিং বলছেন, দলজিৎ সিংয়ের বিজেপি সমর্থণে হতবাক সিং পরিবার।
মনবীর বলেন, "দলজিৎ সিংয়ের সিদ্ধান্তে আমাদের পরিবারের সবাই হতবাক। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত রাজনৈতিক আদর্শ পরিবর্তন করার।" তবে কংগ্রেসের কঠিন সময়েও মনমোহন সিংয়ের হাত না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সিং পরিবারের অধিকাংশ। অমৃতসরেও কংগ্রেস প্রার্থী অমরিন্দর সিংয়ের হয়েই প্রচারে নামছেন সিং পরিবার।
মনবীর আরও জানান প্রধান বিরোধী দলে যোগ দেওয়ার প্রস্তাব এসেছিল তাঁর কাছেও, কিন্তু পারিবারের রাজনৈতিক ঐতিহ্যের কথা মাথায় রেখে তিনি প্রাস্তাব খারিজ করে দেন।
First Published: Saturday, April 26, 2014, 14:07