ভাইপোর সঙ্গে মান্না দের সম্পত্তির বিবাদ আদালতের বাইরে মেটানোর পরামর্শ হাইকোর্টের

ভাইপোর সঙ্গে মান্না দের সম্পত্তির বিবাদ আদালতের বাইরে মেটানোর পরামর্শ হাইকোর্টের

ভাইপোর সঙ্গে মান্না দের সম্পত্তির বিবাদ আদালতের বাইরে মেটানোর পরামর্শ হাইকোর্টের প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মান্না দের সম্পত্তি নিয়ে বিবাদ আইন আদালতের বাইরে মিটিয়ে ফেলার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে আজ মামলাটি ওঠে। সেখানে বিচারপতি এই মন্তব্য করেন।

ভাইপো তড়িত‍ দের সঙ্গে মান্না দের একটি জয়েন্ট অ্যাকাউন্ট ছিল বিবেকানন্দ রোডের এসবিআই ব্রাঞ্চে। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ভাইপো তড়িত্‍ দের বিরুদ্ধে। গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের হয়। তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মান্না দে-র মেয়ে। সেই মামলার প্রেক্ষিতে আজ এই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট।

First Published: Tuesday, September 17, 2013, 22:04


comments powered by Disqus