Last Updated: May 28, 2013 17:44

সারদা-কাণ্ডে অভিযুক্ত মনোজ নাগেলের পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ১৫ মে মনোজ নাগেলকে তেরো দিনের পুলিসি হেফাজতে পাঠিয়েছিল আদালত। সেই মেয়াদ শেষ হওয়ার পর আজ ফের তাঁকে বিচারকের সামনে পেশ করে পুলিস। দুর্গাপুর থানা ও নিউ টাউনশিপ থানায় মনোজ নাগেলের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করা হয়। দুর্গাপুরে সারদা গোষ্ঠীর সাঁইত্রিশটি অফিসের দায়িত্ব ছিল তাঁর হাতে। এই অফিসগুলি থেকে সংস্থার মাসে প্রায় বারো কোটি টাকা আয় হত। ধৃতের বিরুদ্ধে চারশো নয়, চারশো ছয়, একশো কুড়ি বি ধারায় মামলা দায়ের করা হয়।
First Published: Tuesday, May 28, 2013, 17:44