শতরান মনোজের, উপেক্ষার জবাব ইডেনে

শতরান মনোজের, উপেক্ষার জবাব ইডেনে

শতরান মনোজের, উপেক্ষার জবাব ইডেনেগুজরাতের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে প্রথম ইনিংসে লিড পাওয়া কার্যত নিশ্চিত বাংলার। দ্বিতীয় দিনের শেষে পার্থিবদের থেকে মাত্র ৪০ রানে পিছিয়ে আছেন মনোজরা। হাতে রয়েছে এখনও ছয় উইকেট। রঞ্জি ট্রফির প্রথম দু ম্যাচে রান না পেলেও, গুজরাতের বিরুদ্ধে স্বমেজাজে অধিনায়ক মনোজ তেওয়ারি। দিনের শেষে ১০২ রানে অপরাজিত ভারতীয় টেস্ট দলে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার মনোজ। মনোজের সঙ্গে ক্রিজে রয়েছেন অনুষ্টুপ। ১৭৯ বলের ইনিংসে রয়েছে ১৩টা বাউন্ডারি৷ ৭৫ রানে আউট হয়েছেন শুভময় দাস। রবিবার সকালে ২৬০ রানে অল আউট হয়ে যায় গুজরাত। ৩০ রানের মধ্যে গুজরাতের বাকি চারটি উইকেট তুলে নেন অশোক দিন্দারা। বাংলার হয়ে সৌরভ সরকার চারটি আর দিন্দা তিন উইকেট পেয়েছেন।

First Published: Sunday, November 18, 2012, 18:26


comments powered by Disqus