Last Updated: January 16, 2012 22:54

অস্ট্রেলিয়া সফরের ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মনোজ তেওয়ারি। গতবার অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলেও, এখন তিনি অসি চ্যালেঞ্জ সামলাতে তৈরী। রবিবার দল নির্বাচনে অস্ট্রেলিয়ার একদিনের সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। ৪ বছর আগে ব্রিসবেনের এয়ারপোর্টে নেমে কয়েকঘন্টার মধ্যেই গাব্বায় ম্যাচ খেলতে হয়েছিল তাঁকে। মাত্র ৫ রানে আউট হওয়ার পর বহুদিন বন্ধ ছিল জাতীয় দলের দরজা। পরিস্থিতি বদলেছে। ঘরের মাঠ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর একদিনের দলে মনোজ এখন নির্বাচকদের অটোমেটিক চয়েস। গতবছর অস্ট্রেলিয়ায় এমার্জিং ট্রফিতে সর্বোচ্চ স্কোরার মনোজের দাবি তিনি এখন অনেকটাই তৈরী। অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে সৌরভ গাঙ্গুলির থেকে সেখানকার পিচ নিয়ে টিপস নিয়েছেন মনোজ। সেইমত শুরু করেছেন অনুশীলনও।
First Published: Monday, January 16, 2012, 22:58