Last Updated: January 19, 2013 12:52

বায়ুসেনার হেলিকপ্টার গুলি করে নামাল মাওবাদীরা। গতকাল ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের সুকমার পোল্লামপল্লির কাছে পেমেলওয়াড়ায়।
গতকাল দুপুর থেকে পোল্লামপল্লিতে জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলছিল। গুলিতে একজন হেডকনস্টেবলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন। তাঁদের উদ্ধার করার জন্যই ঘটনাস্থলে যাচ্ছিল ওই হেলিকপ্টারটি। সেইসময় গুলি করে হেলিকপ্টারটি নামায় মাওবাদীরা।
First Published: Saturday, January 19, 2013, 12:52