Last Updated: October 17, 2013 20:50

একই দিনে দুটি মাওবাদী হানায় মৃত্যু হল মোট ১০ জনের। মহারাষ্ট্র-ছত্তিসগড় সীমানার বড়া জারিয়া জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয় তিন পুলিস কমান্ডোর। বরা জারিয়া জঙ্গল এলাকায় তল্লাসি চলাকালীন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দু তরফে গুলির লড়াইও চলে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে বিহারের মাওবাদী অধ্যুষিত ঔরঙ্গাবাদ জেলার পাথারা গ্রামে কৌটো বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে সাতজনের। বোমায় উড়ে যায় যাত্রী বোঝাই একটি গাড়ি। নিহতদের মধ্যে রয়েছেন জেলা পরিষদ সদস্য উষা পাণ্ডের স্বামী সুশীল পাণ্ডে। গাড়িতে করে নিজের গ্রামে যাচ্ছিলেন তিনি।
First Published: Thursday, October 17, 2013, 20:50