মাও লিঙ্কম্যানের দেহ উদ্ধার

মাও লিঙ্কম্যানের দেহ উদ্ধার

Tag:  mao body rescued
স্টেশন চত্বর থেকে মাওবাদী লিঙ্কম্যানের গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। সোমবার ভোরে বাঁশতলা স্টেশন সংলগ্ন এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহটি বছর পঁয়ত্রিশের মঙ্গল মাহাতর বলে সনাক্ত হয়েছে। তিনি মাওবাদীদের জন্য লিঙ্কম্যানের কাজ করতেন। পাশাপাশি জনসাধারণের কমিটির সক্রিয় কর্মীও ছিলেন তিনি।

পরে ঘটনাস্থলে পৌঁছোয় ঝাড়গ্রাম থানার পুলিস। পুলিসের প্রাথমিক অনুমান, রাতেই গুলি করে খুন করা হয়েছে এই মাওবাদী লিঙ্কম্যানকে।

First Published: Monday, April 23, 2012, 09:51


comments powered by Disqus