মুরাকাটি থেকে ধৃত মাওবাদী স্কোয়াড সদস্য

মুরাকাটি থেকে ধৃত মাওবাদী স্কোয়াড সদস্য

মুরাকাটি থেকে ধৃত মাওবাদী স্কোয়াড সদস্যপশ্চিম মেদিনীপুরের মুরাকাটি থেকে বুধবার এক মাওবাদী স্কোয়াড সদস্যকে গ্রেফতার করল পুলিস। ধৃত সদস্যের নাম আশুতোষ মাহাত ওরফে চিরু। আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হবে তাঁকে।

আশুতোষ মাহাত রঞ্জন মুণ্ডা স্কোয়াডের সদস্য। দুদিন আগে গোবিন্দ মুর্মু নামে এক মাওবাদী সদস্যকে গ্রেফতার করে পুলিস। তাঁকে জেরা করে গোয়েন্দারা আশুতোষ মাহাতর নাম জানতে পারেন। তারপরই অভিযান চালিয়ে নয়াগ্রামের খাকরি থেকে আশুতোষ মাহাতকে গ্রেফতার করা হয়।





First Published: Wednesday, May 9, 2012, 16:24


comments powered by Disqus