Last Updated: December 13, 2011 17:39

ফের মাওবাদী হামলার ঘটনার সাক্ষী হল ছত্তিসগড়।
মঙ্গলবার সকালে কাঁকের জেলার বোনানারে রাজ্যের বনমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে উড়ে গিয়েছে একটি নির্মীয়মাণ স্কুলের একাংশ। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এলাকা জুড়ে চলছে তল্লাসি। পুলিসের অনুমান, কিষেণজির মৃত্যুর পর নিজেদের হারানো মনোবল ফিরে পেতেই এই ভাবে একের পর এক হামলা চালাচ্ছে মাওবাদীরা।
First Published: Tuesday, December 13, 2011, 17:44