মোদীর জনসভার আগে গয়ায় মাওবাদী হামলা, উড়িয়ে দেওয়া হল দুটি মোবাইল টাওয়ার

মোদীর জনসভার আগে গয়ায় মাওবাদী হামলা, উড়িয়ে দেওয়া হল দুটি মোবাইল টাওয়ার

মোদীর জনসভার আগে গয়ায় মাওবাদী হামলা, উড়িয়ে দেওয়া হল দুটি মোবাইল টাওয়ারগয়ায় নরেন্দ্র মোদীর জনসভার আগে মাওবাদী হামলা। গয়ার দুটি মোবাইল টাওয়ার উড়িয়ে দিল মাওবাদীরা। শেষ রাতে মানঝৌলি এবং ডুমারিয়া বাজারের কাছে হামলাদুটি হামলা হয়। মাওবাদীদের প্রায় একশো জনের একটি দল জড়ো হয়ে হামলা চালায় বলে জানিয়েছেন গয়ার এসপি।

আজ বিকেলে গয়া ও সাসারামে দুটি নির্বাচনী জনসভা করবেন নরেন্দ্র মোদী। এদিকে দলীয় ১০ জন দলীয় কর্মী সমর্থকদের খুনের ঘটনায় আজই গয়ায় বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা। তেইশ থেকে উনত্রিশে মার্চ দেশজুড়ে সংঘর্ষ সপ্তাহেরও ডাক দিয়েছে মাওবাদীদের দণ্ডকারকণ্য স্পেশাল জোনাল কমিটি। ফলে মোদী সভায় হামলার আশঙ্কা রয়েছে বলে মনে করছে প্রশাসন। ফলে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিসের ডিজি অভয়ানন্দ।

First Published: Thursday, March 27, 2014, 12:52


comments powered by Disqus