মাও হামলা- মহারাষ্ট্রে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু সাত পুলিস কর্মীর

মাও হামলা- মহারাষ্ট্রে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু সাত পুলিস কর্মীর

মাও হামলা- মহারাষ্ট্রে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু সাত পুলিস কর্মীর ফের মাওবাদী হামলা। ছত্তিশগড়ের পর এবার মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল সাত পুলিস কর্মীর। আজ সকালে গড়চিরৌলির পাভিমুরান্দার জঙ্গলে রুটিন তল্লাশিতে বেরিয়েছিলেন পুলিসকর্মীরা। ফেরার পথে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে উড়ে যায় পুলিসকর্মীদের গাড়িটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের চিকিত্সার জন্য হেলিকপ্টারে করে নাগপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিস সূত্রে খবর, ল্যান্ডমাইন বিস্ফোরণের পরও পুলিসের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলে। কিছুদিন আগেই ছত্তিসগড়ের সুকমায় মাওবাদী হামলায় ১৫জন পুলিসকর্মীর মৃত্যু হয়। তারপর আজ ফের হামলা চালাল মাওবাদীরা।

First Published: Sunday, May 11, 2014, 15:04


comments powered by Disqus