ঝাড়খণ্ডে রেল লাইন ওড়ালো মাওবাদীরা

ঝাড়খণ্ডে রেল লাইন ওড়ালো মাওবাদীরা

ঝাড়খণ্ডে রেল লাইন ওড়ালো মাওবাদীরাঝাড়খণ্ডের গুরপা স্টেশের কাছে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা। গতকাল রাত দু`টো নাগাদ ধানবাদ ডিভিশনের আপ লাইনে বিস্ফোরণ হয়। মাওবাদীদের তরফে গতকালই চব্বিশ ঘণ্টার ভারত বনধের ডাক দেওয়া হয়। এর মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা। ওই সময় ওই লাইন দিয়ে ধানবাদ-লুধিয়ানা প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার কথা ছিল। বিস্ফোরণের খবর পেয়ে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় প্যাসেঞ্জার ট্রেনটি। বিস্ফোরণের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় দুন এক্সপ্রেস, শিয়ালদহ-আজমের এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, মুম্বই মেল, শিপ্রা এক্সপ্রেস, কালকা মেল সহ বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেন। সকাল ছ`টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

First Published: Thursday, May 17, 2012, 14:09


comments powered by Disqus