ছত্তিসগড়ে মাওবাদী হানা, হত ছয় পুলিসকর্মী, maoist killed 6 police in chhatisgarh

ছত্তিসগড়ে মাওবাদী হানা, হত ছয় পুলিসকর্মী

ছত্তিসগড়ে মাওবাদী হানা, হত ছয় পুলিসকর্মীছত্তিসগড়ের বস্তারে মাওবাদী হামলায় নিহত হলেন ছয় পুলিসকর্মী। আহত হয়েছেন চার জওয়ান। গতকাল রাতে, জগদলপুরের দরভায় বন দফতরের অতিথি নিবাসে হামলা চালায় মাওবাদীরা। শুক্রবার সেখানে তল্লাসিতে যান জেলা পুলিসের জওয়ানরা। তখনই, আচমকা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। নিহত ছয় পুলিসকর্মীর মধ্যে রয়েছেন দরভা থানার ওসি মহেন্দ্র ধ্রু।

First Published: Friday, October 21, 2011, 22:34


comments powered by Disqus