Last Updated: July 17, 2012 14:20

গ্রেফতার করা হল মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম ওরফে সূর্যকে। বিক্রম মাওবাদীদের কেন্দ্রীয় ও রাজ্য কমিটির নেতা। গতকাল পুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিক্রমের বিরুদ্ধে খুন ও নাশকতার একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিস। অযোধ্যা পাহাড়ের জঙ্গলে পার্থ বিশ্বাস, সৌম্যজিত বসু অপহরণ এবং পরে তাঁদের হত্যাকাণ্ড বিক্রমেরই নেতৃত্বেই হয়েছিল বলেও অভিযোগ পুলিসের।
বিক্রমের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের অনতিদূরের সুভাষগ্রামে বলে জানা গেছে। বিক্রমের বাবা প্রাক্তন বিচারপতি। অযোধ্যা স্কোয়াড গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বিক্রমের। ইদানিং মাওবাদীদের অন্যান্য সব স্কোয়াড দুর্বল হয়ে পড়লেও একমাত্র এই স্কোয়াডটিই মাঝেমধ্যে নাশকতা চালাচ্ছিল। তাকে জেরা করে সিপিআই(মাওবাদীর)-এর অন্দরের অনেক খবর জানা যাবে বলে আশাবাদী গোয়েন্দারা।
First Published: Tuesday, July 17, 2012, 14:20