Last Updated: April 15, 2012 12:06

ওড়িশায় অপহৃত বিজেডি বিধায়ক ঝিনা হিকাকার মুক্তির জন্য শর্তপূরণের সময়সীমা আরও ৩ দিন বাড়াল মাওবাদীরা। রবিবার মাওবাদীদের অন্ধ্র-ওড়িশা সীমান্তের বিশেষ জোনাল কমিটির তরফে ওড়িশা সরকারকে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, ২৯ জন বন্দিকে মুক্তি দিলে ১৮ এপ্রিল বিকেল ৫টায় মুক্তি দেওয়া হবে বিধায়ককে।
মাওবাদীদের এই নতুন সময়সীমার বিষয়ে ওড়িশা সরকারের এক আধিকারিক জানিয়েছেন, সংবাদমাধ্যমে বিষয়টি জানা গিয়েছে। তবে বার্তাটি খতিয়ে দেখতে হবে। কোরাপুট থেকে গত ২৪ মার্চ অপহরণ করা হয় লক্ষ্মীপুরের বিধায়ক ঝিনা হিকাকে। এর আগে মাওবাদীরা দুই ইতালীয় নাগরিককে অপহরণ করলেও কয়েকদিন আগেই মুক্তি দেওয়া হয়েছে তাঁদের।
First Published: Sunday, April 15, 2012, 12:06