Last Updated: October 18, 2011 15:10

শান্তি প্রক্রিয়া চলাকালীনই মাওবাদী-যৌথবাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের বাঁকশোল। মঙ্গলবার সকাল থেকে বাঁকশোল, আউলগেড়িয়া, লোধাশূলি সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাসি শুরু করে যৌথবাহিনী। গোপনসূত্রে খবর আসে, মাওবাদী নেতা জয়ন্ত ও আকাশের নেতৃত্বে প্রায় পনেরো জনের একটি দল ওই এলাকায় রয়েছে। তারপরই শুরু হয় তল্লাসি অভিযান। অভিযোগ, সেই সময় বাঁকশোল ও আউলগেড়িয়ার মাঝখানে পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। জবাবে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাখানেক ধরে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। যদিও সংঘর্ষে হতাহতের খবর পাওয়া যায়নি। তল্লাসি অভিযানের সময় বেশকয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র।
এদিকে শালবনি থানার পিরাকাটার জঙ্গলে উদ্ধার হয়েছে ক্লেমোর মাইন। মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় রুটিন তল্লাসি চালায় যৌথবাহিনী। দু`টি গাছের মাঝখানে মাইনটিকে দেখতে পায় তারা। গণ জাগরণ মঞ্চের পোস্টার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে হলদিয়া আদালত সংলগ্ন এলাকায়। যৌথবাহিনী প্রত্যাহার ও নিঃশর্ত বন্দিমুক্তির দাবি জানানো হয়েছে পোস্টারে। রাজ্যে নতুন সরকার আসার পর গত চার মাসে মাওবাদীদের বিরুদ্ধে যৌথবাহিনী কোনও বড় অভিযান চালায়নি।
First Published: Tuesday, October 18, 2011, 23:57