Last Updated: April 18, 2012 12:39

বাঁকুড়ায় ধৃত এক মাওবাদী স্কোয়াড সদস্য। বারিকুল থানার মাঝগেড়িয়া থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত ব্যক্তির নাম মনোরঞ্জন সর্দার ওরফে কেবলাং। তিনি বেলপাহাড়ি মদন মাহাত স্কোয়াডের সদস্য বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
২০১০ সাল থেকে মদন মাহাতকে খুঁজছে পুলিস। ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হয়েছে।
First Published: Wednesday, April 18, 2012, 12:43