Last Updated: October 29, 2013 23:22

মেদিনীপুর জেল ভাঙার চেষ্টা চালাচ্ছে মাওবাদীরা। এমনই খবর এসে পৌঁছেছে গোয়েন্দাদের কাছে। এরপরেই রাতারাতি মেদিনীপুর জেলে আটক মাওবাদী নেতাদের বিভিন্ন জেলে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।
বন্দী ছত্রধর মাহাতকে পাঠানো হচ্ছে আলিপুর জেলে। দমদম জেলে পাঠানো হচ্ছে সুদীপ চোঙদার, প্রশান্ত পাত্র এবং ধৃতিরঞ্জন মাহাতকে। কল্পনা মাইতি ও সুখশান্তি বাস্কেকে পাঠানো হচ্ছে বাঁকুড়া জেলে। রাজা সরখেলকে পাঠানো হচ্ছে হুগলি জেলে। এছাড়া প্রসূন চ্যাটার্জিকে পাঠানো হচ্ছে পুরুলিয়া জেলে। এতদিন ধৃত মাওবাদী নেতাদের একসঙ্গে রাখা হয়েছিল মেদিনীপুর জেলে।
First Published: Tuesday, October 29, 2013, 23:24