বন্‌ধের মধ্যেই মাওবাদী হামলা বিহারে

বন্‌ধের মধ্যেই মাওবাদী হামলা বিহারে

বন্‌ধের মধ্যেই মাওবাদী হামলা বিহারেনিজেদের ডাকা বনধের মধ্যে বিহারের জামুই এবং বাঁকা জেলায় জোড়া হামলা চালাল মাওবাদীরা। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জামুই জেলার খইরা ব্লক অফিস উড়িয়ে দেয় পিপল্‌স লিবারেশন গেরিলা আর্মির একটি দল। পুলিস জানিয়েছে, ৫০ জনেরও বেশি সশস্ত্র মাওবাদীর একটি দল ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে অফিসটি উড়িয়ে দেয়। বিস্ফোরণের পর অফিসের কাগজপত্রও জ্বালিয়ে দেয় তারা।

খইরা থানার গিধেশ্বরেও হামলা চালিয়েছে মাওবাদীরা। বনধে রাস্তায় বেরনোর শাস্তি দিতে ১২টি বালি বোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হয়। উড়িয়ে দেওয়া হয় একটি ছোট ব্রিজ। সম্প্রতি বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচ মাওবাদী নেতাকে গ্রেফতার করেছিল পুলিস। ঘটনার প্রতিবাদে দুই রাজ্যে দু`দিনের বনধ ডেকেছে মাওবাদীরা। বন্‌ধের মধ্যে বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের একটি স্টেশনেও হামলা চালায় তারা।

First Published: Friday, March 23, 2012, 11:34


comments powered by Disqus