সিমান্ত বিবাদে ভারত-চিন

সিমান্ত বিবাদে ভারত-চিন

সিমান্ত বিবাদে ভারত-চিন সীমানা নির্ণয় নিয়ে ফের বিবদে জড়ালো ভরত-চিন। অরুণাচল প্রদেশ ও আকাসি চিন সিমান্ত নিয়ে বিবাদের সূত্রপাত। অভিযোগ উঠেছে, চিনের তরফে জারি করা নতুন ই-পাসপোর্টে অরুনাচল প্রদেশকে তাদের সিমানের মধ্যে দেখানো হয়েছে। সেইসঙ্গে আকাসি চিনও সেদেশের অংশ বলে দাবি করা হয়েছে।

ইতিমধ্যে বেজিংয়ের ভারতীয় দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে, সেদেশের নাগরিকদের জন্য এই মর্মে ভিসা জারি করার কথা বলা হয়েছে। তাতে অরুণাচল ও আকাসি চিনকে ম্যাপের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

First Published: Friday, November 23, 2012, 20:34


comments powered by Disqus