Last Updated: March 5, 2013 21:02

বার্সেলোনার কোচ হতে চান ফুটবল রাজপুত্র। এমনটাই জানালেন স্বয়ং দিয়েগো মারাদোনা। মেসি, ইনিয়েস্তাদের কোচ হতে চেয়ে মারাদোনা একটি সাক্ষাত্কারে বলেছেন, ফুটবলের রাজপুত্র জানিয়েছেন বার্সেলোনাকে কোচিং করানো তাঁর বহুদিনের স্বপ্ন। অবশ্য ফুটবল বিশ্বকাপের সময় মেসিকে কোচিং করিয়েছিলেন তিনি। সেই সময় আর্জেন্টিনার কোচ ছিলেন মারাদোনা। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার হতশ্রী পারফরম্যান্সের পর কোচের পদ হাতছাড়া করতে হয় তাঁকে।
জীবন তাকে যেন নির্দিষ্ট কোন গন্তব্য ঠিক করে দেয়নি। অনিশ্চয়তায় ছুটে চলাই তার জীবন। ধারার বিপরীতে আর্জেন্টিনা দলকে নিয়ে থিতু হতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা না হওয়ায় তারার ঝলকানি ছেড়ে চলে আসেন একেবারে অখ্যাত ফুটবল অঙ্গনে। দায়িত্ব নেন আরব আমিরাতের স্থানীয় এক দল আল ওয়াসলের। কিন্তু এক বছরের মাথায়ই মোহ কেটে যায় তাঁর। এবার চান ক্লাব ফুটবলে মেসিদের ডুবতে বসা নৌকার হাল ধরতে।
First Published: Tuesday, March 5, 2013, 21:02