Last Updated: March 16, 2013 20:52

দু`দেশের কুটনৈতিক সম্পর্ককে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়ে ভারতে অবস্থিত ইতালির নাগরিকদের `সজাগ ও সতর্ক` থাকার নির্দেশ দিয়েছে ইতালির সরকার। ইতালি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, "দুই নাবিককে ফেরত পাঠানো নিয়ে ভারতে, বিশেষ করে কেরালায়, কোনও বিক্ষোভ প্রদর্শন হলে, তার থেকে ইতালীয়দের দূরে থাকাই বাঞ্ছনীয়।"
এর ফলে ভারতীয় মত্সজীবী খুনের ঘটনায় দু`দেশের কুটনৈতিক টানাপোড়েন আরও একধাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় অভিযুক্ত দুই নাবিক মাসিমিলিয়ানো লাতরি ও সালভাতরে গিরোনিকে প্রত্যর্পণের বিষয়ে ইতালি সরকার কোনও স্পষ্ট বার্তা না দেওয়া পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না ইতালীয় রাষ্ট্রদূত ড্যানিয়েল ম্যানচিনি। ফেব্রুয়ারির ২২-এ এই দুই নাবিককে ভোট দিতে যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। তার পর তাঁদের ভারতে ফেরা নাকচ করে দেয় ইতালি সরকার। প্রধান বিচারপতি আলতামাস কবীরের বেঞ্চ এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে "এটা একটি দেশের শীর্ষ আদালত অগ্রাহ্য করার ঘটনা এবং সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।"
First Published: Saturday, March 16, 2013, 20:52