Last Updated: November 5, 2013 15:16

পুণা কোথায় অবস্থিত? কুইজের প্রশ্নের উত্তরে শুধু মহারাষ্ট্র বললে আপনাকে ঠকতে হতে পারে। কেননা, পুণা রয়েছে মঙ্গলেও। শুধু পুণা কেন, লোনার, কাঁকোরি ভারতের এরকম আরও নানা শহরের নাম রয়েছে মঙ্গলে। আসলে এগুলো একেকটি গহ্বরের নাম। অভিযানের বহু আগে থেকেই মঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ভারত।
গহ্বরগুলো তৈরি হয়েছিল মহাকাশ থেকে এসে পড়া গ্রহাণু বা ধূমকেতুর ধাক্কায়। মঙ্গলের সেই গহ্বর গুলির আবার বিভিন্ন নামও দিয়েছে পৃথিবীর মানুষ।
যেমন লোনার। ১১.৩ কিলোমিটার ব্যাসার্ধের মঙ্গলের এই গহ্বরটি নাম হয়েছে মহারাষ্ট্রের লোনার শহরের নামে। মুম্বই থেকে ৫৫০ কিলোমিটার দূরের শহর লোনার। প্রাগৈতিহাসিক যুগে মহাজাগতিক কোনও বস্তু আছড়ে পড়াতেই ওই গোলাকৃতি হ্রদটি তৈরি হয়েছে বলে বিজ্ঞানীদের অনুমান।
লালগ্রহের পিঠেই রয়েছে প্রায় ২০ কিলোমিটার ব্যাসের আরেক গহ্বর পুণা। বর্তমানে পুনে হিসেবে পরিচিত হলেও ভারতের প্রাচীন এই শহরকে একসময় ডাকা হত পুণা বলেই।
পুনে জেলারই আরেকটি ছোট্ট শহর ভোরের নামেও গহ্বর রয়েছে মঙ্গলপৃষ্ঠে। তেমনই জায়গা পেয়েছে লখনউয়ের কাছের শহর কাঁকোরি। ভারতের স্বাধীনতা যুদ্ধে চরমপন্থীদের হাত ধরে শিরোনামে উঠে এসেছিল কাঁকোরির নাম।
First Published: Tuesday, November 5, 2013, 15:16