Last Updated: November 9, 2011 19:29

চেন্নাইতে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার মেরি অ্যান গোমস। প্রতিযোগিতার এগারো রাউন্ডে থেকে আট পয়েন্ট পেয়ে খেতাব জিতলেন তিনি। টুর্নামেন্ট জিতে কেরিয়ারের তৃতীয় আই এম নর্মটি পেয়ে বাংলার এই তারকা দাবাড়ু ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে গেলেন। গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য তাঁকে শুধু রেটিং বাড়াতে হবে।
First Published: Wednesday, November 9, 2011, 19:29