শহরে এলেন মেরি কম

শহরে এসে আবেগে আপ্লুত মেরি কম

শহরে এসে আবেগে আপ্লুত মেরি কমকলকাতায় পৌঁছে আবেগে আপ্লুত মেরি। ঠিক বারো বছর আগে এই শহরেই প্রথম টু্র্নামেন্ট খেলেছিলেন মেরি। অলিম্পিকে সোনা জিতে কলকাতায় ফিরতে পারলে আরও ভাল লাগত বলে জানিয়েছেন মেরি।
বণিক সভায় সংবর্ধিত হন  সদ্য অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। মেরির সঙ্গে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে সম্বর্ধনা জানানো হয় বাংলার চার অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, সৌম্যদীপ ঘোষ, অঙ্কিতা দাস ও রাহুল বন্দ্যোপাধ্যায়কে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। পরে বেঙ্গল চেম্বার অফ কমার্সে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ডালহৌসি ক্লাবে এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এই স্টার বক্সারকে।
 







First Published: Thursday, September 6, 2012, 14:10


comments powered by Disqus