সিরিয়ায় শক্তিশালী বিস্ফোরণ, মৃত ৭০

সিরিয়ায় শক্তিশালী বিস্ফোরণ, মৃত ৭০

সিরিয়ায় শক্তিশালী বিস্ফোরণ, মৃত ৭০হিংসা অব্যাহত সিরিয়ায়। বৃহস্পতিবার সিরিয়ার হামা শহরে একটি ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৭০ জনের। সে দেশের মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে, শক্তিশালী বিস্ফোরণের জেরে দক্ষিণ হামার বিস্তীর্ণ অঞ্চলের বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

তবে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমের দাবি, বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এবং আহতের সংখ্যা ১২। হামার স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, একটি বাড়িতে রকেট হামলা করেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিরিয়ায় যুদ্ধবিরোতি ও শান্তি ফেরাতে রাষ্ট্রসঙ্ঘ ও আরব লিগের আবেদন সত্ত্বেও, এদিনের ভয়াবহ বিস্ফোরণে ফের প্রশ্ন তুলছে সিরিয়ার শান্তি প্রক্রিয়া আরব লিগের ভূমিকা নিয়েই।

First Published: Thursday, April 26, 2012, 17:16


comments powered by Disqus