Last Updated: January 19, 2012 23:11

পঞ্চায়েত নিয়ে বিরোধী এবং কংগ্রেসের চাপে কি ভোট এগিয়ে আনার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী? তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাজ সম্মেলন থেকে এই জল্পনা জোরালো হল। পাশাপাশি কংগ্রেসকে পুরোপুরি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিলেন পঞ্চায়েত ভোটে একাই হাঁটতে চান তিনি।
এদিন তৃণমূলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সাফ জানিয়ে দেন, 'আমি মুখ্যমন্ত্রী হলে এখনই সমস্ত পঞ্চায়েত ভেঙে দিতাম'। পঞ্চায়েত মন্ত্রীর এই বক্তব্যের পর ভোট এগিয়ে আসার জল্পনা শুরু হয় সম্মেলনে আগত তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে। আর তারপরেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এক মিনিটে পঞ্চায়েত ভেঙে দিতে পারি'।
রাজ্যে শেষ পঞ্চায়েত ভোট হয়েছে ২০০৮ সালের মে মাসে। সেই হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জেলা পরিষদ-পঞ্চায়েত সমিতি-গ্রাম পঞ্চায়েতগুলির মেয়াদ আগামী ২০১৩ সালের মে মাস পর্যন্ত। তা হলে কেন হঠাত্ করে পঞ্চায়েত ভোট এগিয়ে আনা নিয়ে এই জল্পনা? কারণ, এখনও ৪টি বাদ দিয়ে বাকি সবকটি জেলা পরিষদই বামেদের দখলে। আর মুখ্যমন্ত্রীর দাবি কোনো কাজই করছে না তারা।
আর এই 'বামপন্থী' ত্রিস্তর পঞ্চায়েতগুলির জন্য কী দাওয়াই ঠিক করেছেন পঞ্চায়েতমন্ত্রী? তৃণমূলের সম্মেলনমঞ্চ থেকে তাঁর খোলা হুমকি-'রাম টাইট দিয়ে দেব'।
তৃণমূল সুপ্রিমো জানেন পঞ্চায়েত নিয়ে তাঁর কাজকর্মে একেবারেই খুশি নয় কংগ্রেস। কিন্তু নেতাজি ইন্ডোরের সম্মেলনে তাত্পর্যপূর্ণভাবে কংগ্রেসকে পুরোপুরি উপেক্ষা করলেন তিনি। আর সেই সঙ্গে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ঘোষণা করলেন অসংখ্য দলীয় কমিটি।
First Published: Thursday, January 19, 2012, 23:30