উদ্যান বিতর্কে মায়াবতী

উদ্যান বিতর্কে মায়াবতী

উদ্যান বিতর্কে মায়াবতীমূর্তির পর এবার উদ্যান বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নয়ডায় দলিত প্রেরণাস্থলে বিশেষ উদ্যান তৈরি করেছেন মায়াবতী। আর সেই উদ্যান তৈরি করতে খরচ হয়েছে ছশো পঁচাশি কোটি টাকা। বি আর আম্বেদকরের পাশাপাশি কাশীরাম সহ বিএসপি-র শীর্ষ নেতাদের বিশাল বিশাল মূর্তি রয়েছে। পার্কটিতে শুধু বিএসপি-র নেতারা নয়, মায়াবতীর বাবা মায়ের মূর্তিও বসানো হয়েছে। রয়েছে বিএসপি-র দলীয় প্রতীক হাতির মূর্তি। বেলেপাথরের তৈরি গোলাপী রঙের চব্বিশটি হাতি রয়েছে। যদিও মায়াবতীর দাবি, পার্ক তৈরিতে সরকারের রাজকোষ থেকে মাত্র এক শতাংশ টাকা খরচ হয়েছে। কিন্তু মায়াবতী যে সাফাই-ই দিন, কয়েকশো কোটি টাকার এই উদ্যানকে ঘিরে বিতর্কের জল গড়িয়েছে উত্তরপ্রদেশের সীমানা ছাড়িয়ে দিল্লি পর্যন্ত। সম্প্রতি রাজ্যে এনসেফেলাইটিস মহামারীর আকার ধারণ করেছে। আশ্চর্যজনক ভাবে চিকিত্‍সা পরিষেবার জন্য উত্তরপ্রদেশ সরকারের বাড়তি বরাদ্দের পরিমাণ মাত্র আঠারো কোটি টাকা। অথচ পার্ক আর মূর্তি গড়ার জন্য বিগত চার বছরে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছেন বহেনজি। অর্থ বিলাসের জন্য বিতর্কে জড়ানো অবশ্য মায়াবতীর কাছে নতুন কিছু নয়। এর আগে টাকার মালা পরা থেকে শুরু করে শহর জুড়ে বিএসপি নেতাদের মূর্তি বসিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

First Published: Sunday, October 16, 2011, 16:24


comments powered by Disqus